প্রবাহমান কাল থেকে উজানচর ইউনিয়নের কোল ঘেষে বয়ে গেছে তিতাস নদী। তীতাস নদীর স্বচ্ছ জলে এলাকাবাসীর নাওয়া-খাওয়া চলে। নদীর আকা-বাঁকা চলনের দৃশ্যে সৃষ্টি হয়েছে এক অপরূপ রূপের। এই নদীতে জেলেরা মাছ ধরে জীবীকা নির্বাহ করে। নদীর বুকে ভাসে নৌকা, ট্রলার, ষ্টিমার, লঞ্চ ইত্যাদি। সব মিলিয়ে এরূপ দৃশ্য সচরাচর আর দেখা যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস